Buying Your Puppy_Bengali

Prasenjit Dutta

Prasenjit Dutta

Animal Carer, Proprietor-RKD Pet Shop, Former Secretary-Pashupati Animal Welfare Society.

বহু মানুষ আজকাল কুকুরপ্রেমী হয়ে উঠেছেন। এতটাই সেই ভালোবাসার ঢেউ উঠেছে যে ফেবুতে কুকুরের অন্নপ্রাশন, নামকরণ অনুষ্ঠান, জন্মদিন ও বিবাহবার্ষিকী পর্যন্ত পালন করাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

ভালোবাসার অভিব্যক্তি যে যেমনভাবে করুক, সেই নিয়ে কোনো কথা নেই, কিন্তু অতিরিক্ত ভালোবাসার পরিণতি সম্বন্ধে দুইহান কথা আস্যে।

কিনতে চান বিশাল আকৃতির কুকুর–Doberman, Rottweiler, Labrador Retriever, Golden Retriever, Neapolitan Mastiff, Great Dane, Belgian Malinois, St. Bernard, Husky, French Bulldog ইত্যাদি। নামগুলো ইংরেজিতে লিখলাম যাতে সকলেই সঠিক বানানে গুগুল সার্চ করে দেখতে পারবেন ওই কুকুরগুলো কোন দেশের কুকুর এবং কি উদ্দেশ্যে ওদের কৃত্রিমভাবে mixed breeding করে ‘উৎপাদন’ করা হয়েছিল।

জিনগত ভাবে ওদের মধ্যে কিছু programming করা আছে, যেমন কিনা আপনার টিভি ও তার রিমোট কন্ট্রোলে করা থাকে। ওদের দেশের মানুষের উচ্চতা ও ছাতির মাপ ওদের জিনে লেখা আছে। তাই ওরা এদেশের বিশাল আকৃতির মানুষদের সমীহ করে চলে ও আদেশ মানে ঠিক ঠাক। ওদের কাছে, অর্থাৎ যে কোনো পশুর কাছে, size matters!

কেন লিখলাম সাইজের কথা, জানেন? মাসে তিনটে অন্ততঃ কল পাই, “দাদা, আর রাখতে পারছি না। এত যে বড় হয়ে যাবে ভাবিনি। গায়ের উপর লাফিয়ে পড়লে আমরা পড়ে যাই”। তা, লাফাবার সাহস পায় কি করে? আমি, আপনি তো ওর ছক অনুযায়ী মানুষই নই। হয়তো মনে করে অন্য কোনো নিম্ন স্তরের প্রাণী। বাচ্ছা অবস্থাতে তো cuddly cuddly baby হয়ে প্রচুর আদর পেলো। বড় হওয়ার সাথে সাথে ভালোবাসার আতিশয্য না পেলে demand করে। ব্যাস, তারপরে শুরু কামড়ানো এবং কুকুরের জীবন শেষ পর্যন্ত সংশয়ে। হয় রাস্তায় ছেড়ে দেওয়া, নয়তো put to sleep!

কুকুররা ভালোবাসা প্রকাশ করে কামড়াকামড়ি করে। দেখেছেন আশা করি, মেটিং সিজনের শুরুতে কেমন করে বিপরীত লিঙ্গের কুকুররা প্রেম বিনিময় করে? হ্যাঁ, কামড়াকামড়ি করে। পাত্র হিসাবে পুরুষ কুকুর নিজের উপযুক্ততা বোঝায় তার কামড়ের কায়দা ও জোর দেখিয়ে। তবেই তাকে মেয়ে কুকুর accept করে। Accept না করলে কিন্তু বলাৎকার করে না মানুষের মতো!

এবার বলি তাপমান ও ওদের কষ্টের কথা। ওরা যে দেশের কুকুর, সেখানে উচ্চতম তাপমান সাধারণতঃ ১০ ডিগ্রী সেলসিআসের নীচে। অর্থাৎ, ২৪x৭ এসি ঘরে রাখলেও ওদের কষ্ট। কষ্ট থেকে আসে খিটখিটে ভাব। তার সাথে যদি থাকে উপযুক্ত ট্রেনিংয়ের অভাব, তাহলে তার পরিণাম কি সেটা বলার অপেক্ষা রাখে?

২০১৭ থেকে শীতের দেশের কুকুরের বাচ্ছা আমদানি বন্ধ করে দিয়েছে সরকার। তাহলে আপনি বাচ্ছা হিসাবে কি পাচ্ছেন? হ্যাঁ, এই দেশেই প্রজনন করা, সগোত্রে বিবাহের ফল। সেই ফল বশতঃ ওদের জিন্সের কি ক্ষতি হয় তা কি বলতে হবে? বহু জিনগত ব্যাধির জন্য ডাক্তার আপনাকে দেবে খুব দামী ওষুধ। খাদ্যের জন্য খরচা হবে মাসে হাজার আটেক টাকা। তবে কুকুর বাঁচবে বৃদ্ধ বয়স পর্যন্ত। খরচা না করতে পারলে, বছর পাঁচেকেই শেষ। তাহলে এত স্বল্পমেয়াদি ভালোবাসার থেকে কি পেলেন?

তা সত্ত্বেও কিনুন, অবশ্যই কিনুন। সেই বাচ্চার মা বছরে তিনবার করে হরমোন ইনজেকশন পেয়ে তিনবার করে প্রসব করে তিন বছরে বিধ্বস্ত হয়ে ব্রিডার দ্বারা রাস্তায় পরিত্যক্ত হয় বিনা চিকিৎসায়। কিন্তু তাতে আপনার কি? আপনি তো আপনার ‘my baby’ পেয়েই গেলেন। সেটা অন্য প্রশ্ন যে আপনার my baby বিধ্বস্ত মায়ের পেট থেকে কতটা স্বাস্থ্য নিয়ে জন্মালো। কিন্তু তাতে হয়তো আপনার একটু এসে যাবে।

তবে হ্যাঁ, যদি কিনতেই হয়, আমার RKD Pet Shop এর মাধ্যমে যাচাই করে নিন বাচ্চার মা-বাবার স্বাস্থ্যের অবস্থা। কিছু ব্রিডার আছে যারা উচিৎ ভাবে কুকুর রাখে ও সঠিকভাবে ব্রিডিং করে। তারা আছে আমাদের নেটওয়ার্কে। তারা এবং আমরা আপনাকে শিখিয়ে দেবো ঠিক কি খাওয়ালে, কি করলে কুকুর ভালো থাকবে ও আপনার বাজেটও ফেল হবে না। না বুঝে দয়া করে কিনবেন না।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit
WhatsApp

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =

Shopping Cart
Translate »

Please Let Us Know About Your Wished Product

× How can I help you?