You can contact us 24/7 09330372226
₹0.00
Weight Based Shipping. Kindly Check Weight and Delivery location
The best discounts this week
Every week you can find the best discounts here.
Vitabest Derm Syrup 250ml
Dermichlor Spray 100 ml
Dermotil K Spray 100 ML
Kiskin Lotion 100 ml
Nutri Coat Advance 400 gm
Nutri Coat Advance 200 gm
₹0.00
Weight Based Shipping. Kindly Check Weight and Delivery location
কুকুরের গায়ে ঘা? গন্ধ বেরোচ্ছে?
মানুষের ঘায়ে ফিনাইল দেন? তাহলে কুকুরকে কেন? জ্বালা করলে বলতে পারে না তাই? যারা পশু সম্বন্ধে কিছু জানে না শুধু তারাই নয়, বহু পশুপ্রেমীরাও তর্ক করেছে আমার সাথে, “খুব কার্যকরী হয়” দাবি করে।
এই পোস্টটি বহু প্রাণ বাঁচাবে যদি চতুর্দিকে ছড়িয়ে দেন সাধারণ মানুষের মধ্যে। পশুপ্রেমীদের মধ্যে ছড়িয়ে লাভ নেই। তারা বেশিরভাগই জানে, আবার কেউ আছে যারা সঠিকভাবে জানতে চাইবেও না।
এই পোস্ট আগেও করেছি এবং তা পড়ে এক অনভিজ্ঞ মানুষ বাঁচিয়েছেন একটি ঘাড়ে ঘা হওয়া কুকুরকে, বারাসাতে সন্তোষপুরে। সে কেবলমাত্র নির্দেশ অনুযায়ী নিম্নোক্ত সামান্য চিকিৎসা নিজে করায় প্রানটি বেঁচেছে।
দয়া করে ফিনাইল, পেট্রোল, কেরোসিন দেবেন না। ফিনাইল হলো জীবনাশক। শুধু তাই নয়, ওর ত্বককে সেদ্ধ করে দেয়। যদি রক্ত ধারায় মিশে যায় তাহলে 4-5 দিনেই মরে যাবে কুকুর খুব কষ্ট পেয়ে।
নিকটবর্তী পশুর ওষুধের দোকান থেকে DMag স্প্রে কিনে রাখুন যদি এইরকম ঘা গ্রস্থ কুকুরের কষ্টে আপনার কষ্ট হয়। ৯০/- দাম মাত্র সবচেয়ে ছোট সাইজের ক্যান। তার সাথে লাগানো থাকে পাতলা পাইপ নজ্জল। সেই পাইপ লাগিয়ে স্প্রে মারুন ঠিক সেইসব ছিদ্রের মধ্যে যেখানে পোকায় গিজগিজ করছে। পোকায় খাচ্ছে ওর মাংস পচিয়ে পচিয়ে। তাই পাচ্ছেন গন্ধ। ও পাচ্ছে অসহ্য জ্বালা।
যদি একবারও মারতে পারেন স্প্রে সঠিক লক্ষে, জানবেন ওর প্রাণটা বাঁচালেন আপনি। আপনিই তো খোদা, আপনিই তো ভগবান ওর কাছে। করুন ওইটুকু, দেখবেন কি তৃপ্তি!
আর যদি ভালোভাবে দিনে দুবার করে স্প্রে লাগাতে পারেন, তাহলে তো কথাই নেই। এক দিনে গন্ধ বন্ধ, তিন দিনে ঘা শুকাতে থাকবে, সাত দিন চামড়া গজাতে শুরু করবে।
এইসব ঘা গ্রস্থ কুকুর যাকে বলে ‘মাথার ঘায়ে কুকুর পাগল’ হয়ে বহু কি.মি. দৌড়ে বেড়ায়। অর্থাৎ বেশীর ভাগ সময়ে আপনি স্প্রে মারার সুযোগ পাবেন একবার মাত্র। কিনে রাখুন ওষুধটা। সুযোগ ছাড়বেন না প্রাণ বাঁচাবার।
আর একটা দেশী টোটকা বলি। যদি স্প্রে মারার পরে আবার সুযোগ পান, তাহলে ওকে দিন খাবার, খেতে যখন ব্যস্ত থাকবে, ছড়িয়ে দিন গুঁড়ো হলুদ পুরো ক্ষতটার উপরে। ঘা শুকাবে দ্বিগুন স্পীডে, গন্ধ পালাবে তৎক্ষণাৎ।
যদি না করেন, পোকারা খাওয়া দাওয়া করতে করতে ওর মস্তিষ্কে বা হৃৎপিণ্ডে পৌঁছাবে। ব্যাস, তারপর শেষ। পুরো দেহটাই তখন পোকার খাদ্য হয়ে যাবে।