RKD Pet Shop এ আবার বাঘে গরুতে এক ঘাটে!

 

কুকুররা হয় প্যাক অ্যানিম্যাল। অর্থাৎ কুকুরের দলের সাথেই থাকতে ভালোবাসে। সিঙ্গেল dog নিয়ে অনেক বাড়িতেই সমস্যা। বাড়ির কেউ বাইরে গেলেই হাউ হাউ করে কান্না, প্রতিবেশীর প্রাণ অতিষ্ঠ, একা থাকলেই বিছানা বালিশ পর্দা জুতো ছিড়ে কুটি কুটি, Pet হয়ে দাঁড়ায় Pest. অন্ততঃ দুটো কুকুর রাখুন, যাতে ওরা মনের আনন্দে বাস করে আপনার matchbox ফ্ল্যাটে। আর আপনি ঘুরে বেড়ান নিশ্চিন্তে, যতক্ষণ না ওদের খাওয়া ও potty র সময় হচ্ছে।

ওদের মন ভালো থাকলে, স্বাস্থ্য ভালো থাকবে। ওদের আনন্দে দেখলে আপনারাও হৃদরোগের সম্ভাবনা অনেক কমবে। ওদের মধ্যে অন্তত একটা দেশী কুকুর রাখুন, যে কিনা সহিষ্ণুতার শিক্ষা দেবে অন্যদের। জানেন নিশ্চয়ই, রাস্তায় দেশী কুকুর কত অত্যাচার সওয়া সত্বেও মাত্র কিছু কুকুর আপত্তি জানায় কামড় দিয়ে?

RKD Pet Shop সবসময় সচেষ্ট থাকে যাতে মানুষের বিরক্তির কারণে পোষা প্রাণীদের রাস্তায় পরিত্যাগ করা না হয়। Pet সমেত শান্তিপূর্ণ জীবনের ট্রেনিং নিতে হলে পড়তে থাকুন।

Session Details:
Minimum 1 hour session with dog and owner at RKD premises or over phone through 1 week. An experienced Counsellor analyses your dog and counsels you for becoming a pack leader of your dog, teaches you how to ‘become’ half a dog and be his leader. If you do not need your dog to perform circus at shows, then being his leader is enough to teach him good or acceptable behaviour.