বেড়াল কে আদর করে ওষুধ খাওয়ানো প্রায় অসম্ভব। বড় বড় বিজ্ঞ লোকেরা লাফিয়ে উঠবেন না। ‘প্রায়’ কথাটা পড়বেন। ওকে ঘেঁটি ধরে ঝুলিয়ে নিতে হবে যেমন করে ওর মা ওকে তুলতো। নির্বিকার চিত্তে তাকিয়ে থাকবে বোকার মতো। মুখ থাকতে হবে ঊর্ধ্বপানে। মুখের side দিয়ে syringe দিয়ে ওষুধ একটু একটু করে ছোটো ছোটো jet মারতে হবে ওর